আবুল কালাম, চট্টগ্রাম:

চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর রেলগেটের গেটম্যান বাবুল মিয়া নিজের উপর অর্পিত দ্বায়িত্ব অন্য জনের দিয়ে পালন করা ও নিজ দ্বায়িত্ব অবহেলার দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারিক ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দায়িত্বে অবহেলার কারণে বাবুল মিয়াকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও নিজের দায়িত্ব পালন না করে অন্যজনকে দিয়ে কাজ করাচ্ছিলেন বাবুল।

এটি গুরুতর অপরাধ। তার বিরুদ্ধে ডিউটি না করার অভিযোগ পেয়েছিলাম। সরেজমিন গিয়ে তাকে ডিউটিতে পাইনি। এজন্য তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে।

দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছিলেন গেটম্যান বাবুল। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন না করে বেতন নেওয়ার অভিযোগ করেছেন সহকর্মীরা। পরে সে অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।