ইমাম খাইর, সিবিএন:
আজ পর্যটন নগরী কক্সবাজার এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সমাবেশে যোগ দিতে শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। শহরজুড়ে যান চলাচল বন্ধ। থমকে আছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। কড়া পাহারায় রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল থেকে মিছিলের নগরী কক্সবাজার। কিছুক্ষণ পরপর খণ্ড খণ্ড মিছিল। সবার হাতে ব্যানার-ফেস্টুন। মাথায় হরেক রকম গেঞ্জি ও টুপি। সবার টার্গেট প্রধানমন্ত্রীর সমাবেশ। তবে এখনো আসেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একের পর এক আসছে মিছিল। থামছে না জনস্রোত। দুপুর নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশস্থল শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
দুপুর থেকে সভামঞ্চে বক্তব্য দিচ্ছেন স্থানীয় নেতারা। বেলা আড়াইটার পরে নির্ধারিত সমাবেশে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনসভাস্থল শেখ কামাল স্টেডিয়ামে তিনটি প্রবেশপথ রাখা হয়েছে। যার একটি ভিআইপি গেট। একটি সিনিয়র নেতা ও বিশেষ ব্যক্তিদের। অপরটি সাধারণ জনগণের জন্য। জনসভামঞ্চ থেকে নানা ঘোষণা হচ্ছে।
ইতোমধ্যে প্রধানমন্ত্রী ইনানী উপকূলে আন্তর্জাতিক নৌশক্তি প্রদর্শন মহড়া উদ্বোধন করেছেন। এরপর আসবেন জনসভামঞ্চে।