রামু প্রতিনিধি:
জেলার প্রাচীন বিদ্যাপীঠ রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার, ২৪ নভেম্বর বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রামু সরকারি কলেজের অধ্যক্ষ মো মুজিবুল আলম।
রামু উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন- মোহাম্মদ শহীদুল্লাহ একজন সফল শিক্ষক। তিনি নিষ্ঠা-দক্ষতার সাথে এ বিদ্যালয়ে ৩৮ বছর শিক্ষকতা পেশায় দায়িত্ব পালনকালে অসংখ্য দেশ গড়ার কারিগর সৃষ্টি করেছেন। তাঁর মতো মেধাবী, নির্লোভ, বিনয়ী, দায়িত্বশীল শিক্ষক বর্তমান সময়ে বিরল। শিক্ষক সমাজের জন্য তিনি অনুকরণীয় হয়ে থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ, কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতব্বর, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জয়নাল আবেদীন, জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হায়দার, শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন, রাজারকুল মনসুর আলী সিকদার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসেম, রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, চাকমারকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, রামু ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক খোরশেদ আলম ও রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহর হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন- রামু উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফাহমিদা মুস্তফা।
রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূর আহমদ, ছৈয়দুল আলম, মফিজুল ইসলাম, নাজনীন আক্তার ও অনু বড়–য়া।
এতে সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন- বিদ্যালয়ের শিক্ষার্থী প্রবাহিকা বড়ুয়া মেধা। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন -দশম শ্রেণির ছাত্র ফাহিম মুনতাসির। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি এবং ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।