রামু প্রতিনিধি:
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন বলেছেন- শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার জন্য পাঠ্যবইয়ের শিক্ষা পাশাপাশি নৈতিক, ধর্মীয় শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের সৎ চরিত্রেরও অধিকারি হতে হবে। সমাজে চলমান মাদকের প্রসার, বাল্যবিয়ে, ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থী সহ এলাকার সকল নাগরিককে সচেতন হবে। এসব অপরাধ দমনে পুলিশ প্রশাসন সবসময় জনগণের পাশে আছে। এছাড়া জনগণ চাইলে এলাকায় চুরি-ডাকাতি সহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে পারে।
রামুর দক্ষিণ মিঠাছড়ি একে আজাদ উচ্চ বিদ্যালয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহষ্পতিবার, ২৪ নভেম্বর একে আজাদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন- দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর ছিদ্দিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা, দক্ষিণ মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা আক্তার, রওশন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুরে জান্নাত, উমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়রা আক্তার, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য খলিল আহমদ, মহিলা ইউপি সদস্য শাকিলা সুলতানা প্রমূখ। মতবিনিময় সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।