ইমাম খাইর, সিবিএনঃ
ভারতীয় পর্যটকদের ৩৮ সদস্যের একটি দল কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমনে এসেছেন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভোর ৬টার দিকে সাগর পাড়ে পৌঁছলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মোঃ জিললুর রহমান।
এ সময় সহকারি পুলিশ সুপার মিজানুজ্জামান, শেহরিন আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোঃ জিললুর রহমান বলেন, ভারতীয় পর্যটকদের আগমনে কক্সবাজারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। ভ্রমনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য ট্যুরিস্ট পুলিশ সর্বদা তাদের পাশে আছে।
যেকোনো পর্যটকদের সেবা ও নিরাপত্তার জন্য সারাক্ষণ নিয়োজিত থাকে ট্যুরিস্ট পুলিশ।
সৈকতে পৌঁছে এমন সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভারতের পর্যটক দল।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্থানসমূহ ভ্রমণের উদ্দেশ্যে ভারতীয় পর্যটক দলটি আগরতলা থেকে বাংলাদেশে আসেন।