এম.মনছুর আলম,চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় জনপদে অবস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম সমবায় প্রতিষ্ঠান বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির তিবার্ষিক নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার ৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।

বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নবনির্বাচিত সভাপতি দেলোয়ার হোছাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার ১ আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

বদরখালী সমিতির নতুন সম্পাদক মইন উদ্দিন এর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি মো রাহাত উজ জামান, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, কক্সবাজার সদর উপজেলা সমবায় অফিসার মো রমিজ উদ্দিন, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ।

অভিষেক অনুষ্ঠানের শুরুতে সমিতির নবনির্বাচিত কমিটির সবাইকে শপথ বাক্য পাঠ করান কক্সবাজার জেলা সমবায় অফিসার জহির আবাবাস। শপথ শেষে আনুষ্ঠানিক দায়িত্ববার গ্রহণ করেছেন নবনির্বাচিত কমিটির সভাপতি দেলোয়ার হোছাইন, সম্পাদক মইন উদ্দিন, সহসভাপতি কামাল উদ্দিন বাবুল সিকদার। এছাড়া শপথ নিয়েছেন সমিতির ৯টি ব্লক থেকে নির্বাচিত সদস্য (পরিচালক) ডাঃ নাজেম উদ্দিন, নুরুল কাদের, আব্দুল আজিজ, জিয়া উদ্দিন জিয়া, কুতুব উদ্দিন, শাহাব উদ্দিন শাকিল, নাজেম উদ্দিন, মেম্বার বখতিয়ার উদ্দিন রুবেল ও হামিদ উল্লাহ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা জুবায়ের আহমদ বিএসসি, বদরখালী সমিতির সাবেক সভাপতি হাজি নুরুল আলম সিকদার, সাবেক সম্পাদক নুরুল আমিন জনি, বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম হোছাইন আহমদ, সাবেক চেয়ারম্যান খাইরুল বশর, বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে ভুট্টো সিকদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদরখালী কলেজের অধ্যক্ষ, ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদরাসা সুপার, সমিতির নবীন প্রবীণ কয়েক হাজার সভ্য-পোষ্য ও দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অভিষেক অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত সভাপতি দেলোয়ার হোছাইন আগামীতে সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে সমিতির বর্তমান প্রেক্ষাপটে সবধরনের সংকট উত্তরণের মাধ্যমে সমিতির সার্বিক অগ্রগতি উন্নয়ন নিশ্চিত এবং সভ্য ও পোষ্যদের অধিকার মর্যাদা রক্ষায় কাজ করবেন বলে ঘোষণা দেন।