আশরাফ বিন ইউছুপ:

কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় বরফ কলে সংঘটিত অগ্নিকান্ডের ঘটনায় অন্তত দশ জন আহত হয়েছে। এর মধ্যে দুই শিশু বড় ধরণের আঘাত পেয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ওই বরফকলেরর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আশেপাশের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেরও ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত আগুন নিয়য়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি ভয়াবহ হতো বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানিয়েছেন, নুনিয়ারছড়ায় আমিনের বরফকলে গ্যাস বিস্ফোরণে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। গ্যাসের আগুন হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ওই বরফকলসহ আশেপাশের স্থাপনা পুড়ে গেছে। একই সাথে আগুনের তাপ ও গ্যাসের প্রভাবে ১০ জনের বেশি আহত হয়।

ওই বরফকলে এমুনিয়া গ্যাস মজুদ করে রাখা হয়েছিলো। কিন্তু গ্যাসের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের।

স্থানীয়রা অভিযোগ করেছেন, খাস জায়গা দখল করে যেনতেনভাবে বরফকলটি বসিয়েছে চকরিয়ার আমিন। স্বাভাবিকভাবে একটি গ্যাস সিলিন্ডার দরকার হলেও মজুদ রাখা হয়েছিলো ৩০ টির বেশি সিলিন্ডার।