সোয়েব সাঈদ, রামু:
কক্সবাজারের রামুতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার, ২৭ জুলাই বিকাল ৪ টায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে উৎসবমুখর পরিবেশে কেক কেটে দলের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পর্যটন রাজধানী কক্সবাজারে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করে এখানকার মানুষের জীবনযাত্রাকে উন্নত করে দিয়েছেন। কক্সবাজারে এখন চারলেনের সড়ক হয়েছে। আরকিছুদিনের মধ্যে চলবে রেল। মানুষ যা কল্পনা করেনি, বর্তমান সরকার তা বাস্তবে রূপ দিয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ রামু উপজেলা শাখার সভাপতি এডভোকেট মোজাফফর আহমদ হেলালী (এপিপি) এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তপন মল্লিক।
সভায় বিশেষ অতিথি ছিলেন- রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সহ সাধারণ সম্পাদক সনজিৎ শর্মা, জেলা তাঁতীলীগের সহ সভাপতি আনছারুল হক ভূট্টো, রামু উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি মিজানুল হক রাজা।
ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল হক আজিজের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন- কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক মনজুর আলম সোহেল, সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক এসএম হুমায়ুন কবির, প্রচার সম্পাদক আরিফ খান জয়, জোয়ারিয়ানালা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক দিলীপ কুমার মহাজন, গর্জনিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মো. ইউসূফ, কচ্ছপিয়া ইউনিয়ন সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম, ঈদগড় সভাপতি মনিরুল ইসলাম, রাজারকুল ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন চক্রবর্তী, চাকমারকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর আলম ও জাহেদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান, নাছির উদ্দিন প্রমূখ।
রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক জানান- উপজেলা স্বেচ্ছাসেবকলীগের তৃনমূল নেতাদের সমন্বয়ে বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন-অগ্রযাত্রা জনগণের দোরগোড়ায় তুলে ধরা হচ্ছে। উন্নয়নের রূপকার, কর্মীবান্ধব জননেতা সাইমুম সরওয়ার কমলের হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতীককে বিপুলভোটে বিজয়ী করতে রামু উপজেলা স্বেচ্ছাসবকলীগের সর্বস্তুরের নেতাকর্মী আরো নব-উদ্যোমে উজ্জীবিত হয়ে মাঠে-ময়দানে কাজ করে যাচ্ছে।