মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া) মোঃ হাসানুজ্জামান পিপিএম (সেবা) (৭৬০৩০২৭৮৩৯) কে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) পদে ঢাকা পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। বুধবার ১৩ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি মোঃ হাসানুজ্জামান পিপিএম (সেবা) সহ একই পদমর্যাদার ২৫ জন বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাকে পদায়ন করা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মোঃ হাসানুজ্জামান সহ ৩০ জন পুলিশ কর্মকর্তাকে গত ২ মে পুলিশ সুপার থেকে এডিশনাল ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়।

এডিশনাল ডিআইজি পদে পুলিশ অধিদপ্তরে পদায়ন হওয়া কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর কক্সবাজারে যোগদান করেন।তিনি বিসিএস (পুলিশ) ২২তম ব্যাচের একজন গর্বিত সদস্য।

এডিশনাল ডিআইজি পদে পদায়ন হওয়া মোঃ হাসানুজ্জামান বিসিএস (পুলিশ) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০০৩ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের চাকুরীতে যোগ দেন। সরকারি চাকুরির শুরুতে সহকারী পুলিশ সুপার হিসাবে তিনি ঠাকুরগাঁও র‍্যাব-৪ এ এবং লালমনিরহাট জেলা পুলিশে দায়িত্ব পালন করেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসাবে নোয়াখালী জেলায় দায়িত্ব পালন করছেন তিনি। অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করছেন-ঝিনাইদহ ও লক্ষীপুর জেলা পুলিশে।

মোঃ হাসানুজ্জামান পিপিএম জাতিসংঘের শান্তি মিশনে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন ২ বার। নড়াইল জেলার বাসিন্দা মোঃ হাসানুজ্জামান কক্সবাজারে এসপি’র দায়িত্ব নেওয়ার আগে ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) হিসাবে ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর যোগদান করে ২০২০ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন। দক্ষ, মেধাবী ও চৌকস এ পুলিশ কর্মকর্তার প্রায় ১৯ বছরের চাকুরী জীবনে প্রতিটি কর্মস্থলে সফলতার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন।

কক্সবাজারের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদায়িত) মোঃ হাসানুজ্জামান পিপিএম অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক হিসেবে ঢাকাস্থ পুলিশ অধিদপ্তরে পদায়ন হওয়ায় কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। ফাঁড়ির সকল সদস্যদের পক্ষে ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসেন এডিশনাল ডিআইজি মোঃ হাসানুজ্জামান পিপিএম (সেবা) উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করেছেন।