বিশেষ প্রতিবেদক:

কোরবানীতে রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কর্তৃক হাজার হাজার গরু দেয়া হলেও উখিয়া টেকনাফের মানুষের জন্য বরাদ্দ দেয়া হয় মাত্র ৫টি গরু। প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ-উখিয়ার সংসদ সদস্য শাহীন বদির মাধ্যমে
মাত্র ৫ টি গরু বরাদ্দ করা হয়। যে এলাকার মানুষ এতো সব কিছুতে ভূক্তভোগী তাদের জন্য মাত্র ৫টি গরু? এই ধরনের বৈষম্য দুঃখজনক বলে গরু ৫টি সংশ্লিষ্ট অফিসে ফেরত দিলেন টেকনাফ-উখিয়ার সংসদ সদস্য শাহিন আক্তার ।

বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। তিনি বলেছেন, হোস্ট কমিউনিটিতে বরাদ্দ দেয়ারজন্য এমপি যদি মাত্র ৫টি গরু পায়, তাহলে এতো গরু গেলো কোথায়? উখিয়া টেকনাফের মানু্ষ ভিক্ষা চায়না। তাদের ন্যায্য অধিকার দেয়ার দাবি জানান সাবেক এমপি বদি।