বলরাম দাশ অনুপম:

সারাদেশের ন্যায় কক্সবাজারেও বর্ণিল আয়োজনে উল্টো রথযাত্রা উদযাপন করেছে আর্ন্তজাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন। এ উপলক্ষে শুক্রবার (৮ জুলাই) ছিল নানা মাঙ্গলিক আয়োজন।

উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্যে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, রথযাত্রা উৎসব বিশ্বভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য-সম্প্রীতি প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রাখছে। জাতিগত বিদ্বেষ, হিংসা, হানাহানি, ধর্মীয় উন্মাদনায় সারা বিশ্ব আজ যখন বিভ্রান্ত, মানবতা ভুলুন্ঠিত তখন রথযাত্রা উৎসব বিশ্বভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য-সম্প্রীতি প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রাখছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্ঠা এডভোকেট রনজিত দাশ বলেন-আওয়ামী লীগ সরকারের সময় দেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করে আসছে। কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেওয়া হবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন।

এতে অতিথি হিসেবে বক্তব্যে রাখেন-কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর রাজ বিহারী দাশ, জেলা হিন্দু পরিষদের সভাপতি দীপক দাশ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপপী শর্মা, সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর।

উৎসবময় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় রথযাত্রার তাৎপর্য নিয়ে আলোচনা করেন শ্রীশ্রী রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী। উল্টো রথযাত্রা অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত নর-নারীরা অংশ নেন।