মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮ টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ৩১ বছরের খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, আল্লামা মাহমুদুল হক ঈদুল ফিতরের প্রধান জামাতে ইমামতি করবেন।

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে ২ মে সোমবার অথবা ৩ মে মঙ্গলবার ঈদুল ফিতরের নামাজ আদায় করা হবে। তবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে সোমবার ২ মে ঈদুল ফিতর হওয়ায় বাংলাদেশে তার একদিন পর অর্থাৎ মঙ্গলবার ৩ মে ঈদ হওয়ার সম্ভাবনা বেশী বলে এদেশের আবহাওয়াবিদগণ ধারণা পোষণ করেছেন।

এদিকে, কক্সবাজার পৌরসভা কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠানের জন্য তাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। ঈদগাহ ময়দানে প্যান্ডেল তৈরীর কাজ শেষ করে মাইক ও বৈদ্যুতিক তার স্থাপনের কাজও প্রায় শেষ করেছে। এদিকে, ঈদের জামাতে প্রতিবারের মতো জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।