নিজস্ব প্রতিবেদক : শহরের লাইট হাউস এলাকা থেকে অস্ত্র ও ইয়াবাসহ ছাত্রলীগ নেতা নাফিস ইকবালকে আটক করা হয়েছে।

নাফিস ইকবাল ওই এলাকার মোঃ সিরাজুল ইসলামের পুত্র ও কক্সবাজার পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। রবিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে র‌্যাব-১৫ এর একটি টীম এই অভিযান পরিচালনা করেন।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার বিকেলে কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের লাইট হাউজস্থ একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় নাফিস ইকবালকে আটক করা হয়। এসময় আটক নাফিস ইকবালের শয়নকক্ষ তল্লাশী করে খাটের তোষকের নিচ হতে ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৩ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়।

আটক নাফিস ইকবাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ অবৈধ অস্ত্র দ্বারা অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল।

এদিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সেলিম উদ্দিন রবিবার সন্ধ্যায় জানান, আটক নাফিস ইকবালকে সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। এঘটনায় র‌্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি (তদন্ত)