আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে নাতির ছুরিকাঘাতে এক বৃদ্ধ নানাকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধের নাম আলী জোহার (৬২)। তিনি ওই ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মৃত আবুল হাশেমের ছেলে। অভিযুক্ত কিশোর একই ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা আব্বাস আলীর ছেলে মোহাম্মদ ইউছুপ (১৮)। আলী জোহার ও ইউছুপ—দুজন সম্পর্কে নানা-নাতি বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, তারা দুজন একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন। আলী জোহারের কাছে মজুরি বাবদ ইউছুপের ৩০০ টাকা পাওনা ছিল। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই টাকা নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে ইউছুপ জোহারকে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ইউছুপ দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন জোহারকে আহত অবস্থায় উদ্ধার করে লেদা আইওএম স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নছরুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। তবে অভিযুক্ত ওই কিশোরকে পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার সকালে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।