অনলাইন ডেস্ক: কক্সবাজারে বেড়াতে এসে মাহবুবুর জামান (৪১) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে সৈকতে গোসল করতে নেমে অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মাহবুবুর জামান ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের মো. বদিরুজ্জামানের ছেলে।

শুক্রবার মাহবুবুর দুই বন্ধুসহ কক্সবাজারের কলাতলী সমুদ্রসৈকত- সংলগ্ন হোটেল সি ক্রাউনে উঠেছিলেন।

পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা আরও জানান, মাহবুবুরের সঙ্গে থাকা বন্ধুরা জানান, দুপুরে সমুদ্র থেকে গোসল করে এসে গরম পানি দিয়ে আবার গোসল করেন তিনি। এর পর থেকে তিনি অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিলে বিকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।-যুগান্তর