প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের রামুতে মহতী ধর্মসভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব সৎসঙ্গের প্রাণপূরুষ আপূরয়মান বৈশিষ্ট্যপালী যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চদ্রের ১৩৪তম শুভ আবির্ভাব স্মরণ মহোৎসব উপলক্ষে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি হাসপাতাল গেইটস্থ পূর্ব কুলালপাড়া শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দির প্রাঙ্গনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭ ডিসেম্বর) মহতী ধর্মানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবজাার জেলা সদর হাসপাতালের সাবেক তত্ত¡াবধায়ক ও সৎসঙ্গ রামু উপজেলার প্রধান উপদেষ্টা ডা. দুলাল চন্দ্র পাল। সংবর্ধিত অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টী, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বাবুল শর্মা এমএ, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, স্থানীয় ২নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার আমিন উদ্দিন মনু, শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ রামু উপজেলার সভাপতি মোহন শর্মা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, কক্সবাজার জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুশান্ত পাল বাচ্চু, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, জেলা সৎসঙ্গের সাংগঠনিক সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মদন রুদ্র, অর্থ সম্পাদক অসিত পাল, জেলা সৎসঙ্গের অর্থ সম্পাদক রতন ধর। সৎসঙ্গ ও পূজা উদযাপন পরিষদ জোয়ারিয়ানালা ইউনিয়ন শাখার সভাপতি রাখাল রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত শোভন। মহতী ধর্মানুষ্ঠানের শুভ উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলা সৎসঙ্গের সভাপতি ডাঃ বিনয় কৃষ্ণ ধর, পৌরহিত্য করেন মহেশখালীর সহ প্রতি ঋতিক অনিল চন্দ্র দে। জাতি, ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতিতে মাঙ্গলিক অনুষ্ঠান শান্তিপূর্ন ভাবে সুসম্পন্ন করতে যাঁরা বিভিন্ন ভাবে সহযোগীতা করেছেন তাদের সকলের প্রতি উদযাপন পরিষদের পক্ষ থেকে সজল দে, সুমন ধর, প্রদীপ কর্মকার, রায়ধন শর্মা, সুজন কর্মকার, সুমন দেবনাথ, জনি রুদ্রসহ নেতৃবৃন্দ কৃতজ্ঞতা জানিয়েছেন।