সংবাদ বিজ্ঞপ্তিঃ

স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে কক্সবাজারে প্রথম শহীদ দৌলত খানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দানের মাধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন স্বাধীনতার পক্ষে জাতীয় সংগঠন ‘অপরাজেয় বাংলা’র নেতৃবৃন্দ।

গতকাল ০৫ ডিসেম্বর রবিবার শহীদ দৌলত দিবস উপলক্ষে সন্ধ্যায় শহরের লালদীঘির পাড়স্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট অরূপ বড়ুয়া তপু এবং মহাসচিব, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম কনক এর নেতৃত্বে নেতৃবৃন্দরা পুষ্পমাল্যদান করেন।

এসময় সংগঠনে অন্যতম সংগঠন যথাক্রমে- সাবেক ছাত্রলীগ নেতা, সাংবাদিক মহসীন শেখ, সাইফ উদ্দিন, কামরুল হাসান সোহাগ, জালাল উদ্দীন মিটু ও রউফ নেওয়াজ ভুট্টো প্রমূখ।

উল্লেখ্য, কক্সবাজারের চকরিয়ায় স্বৈরচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ দৌলত দিবস পালিত হয়েছে। ১৯৮৭ সালের ৫ ডিসেম্বর তৎকালিন স্বৈরচার এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে চকরিয়া উপজেলা জাতীয় ছাত্রলীগের সহ-সভাপতি দৌলত খান পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন।

ওইদিন সারাদেশে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিল। ওই কর্মসূচি পালন করতে গিয়ে চকরিয়া উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতা দৌলত খানসহ ছাত্র সংগ্রাম পরিষদের শতশত নেতাকর্মী মিছিল সহকারে চকরিয়া উপজেলা পরিষদের দিকে এগিয়ে যায়।ওইসময় উপজেলা পরিষদ চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে পুলিশের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান জাতীয় ছাত্রলীগ নেতা দৌলত খান।