মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চকরিয়া উপজেলা বিএনপি’র উপদেষ্টা, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি’র প্রধান উপদেষ্টা, ফাঁসিয়াখালী রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব রসিদ আহমদ চৌধুরীর মৃত্যুতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ গভীর শোক প্রকাশ করেছেন।

কক্সবাজার জেলা বিএনপি’র সহ সভাপতি এনামুল হক প্রেরিত এক যৌথ শোকবার্তায় আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদ স্থানীয় বিএনপি’র রাজনীতিতে মরহুম আলহাজ্ব রসিদ আহমদ চৌধুরীর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন-তাঁর মৃত্যুতে চকরিয়া বিএনপি’র নেতাকর্মীরা একজন নিবেদিত প্রাণ অভিভাবককে হারালেন। যা সহজে পূরণ হবার নয়। শোকবার্তায় আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত, চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী নিবাসী, সফল ব্যবসায়ী, সাবেক ব্যাংকার আলহাজ্ব রসিদ আহমদ চৌধুরী (৭৫) শনিবার ২৭ নভেম্বর রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

ফাঁসিয়াখালীর বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও কল্যানকর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব রসিদ আহমদ চৌধুরী ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রথমে ঢাকা এভারকেয়ার হাসপাতালে ও পরে ১৫ দিন আগে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন ছিলেন। চকরিয়া নিউ মার্কেটের সত্বাধিকারী, শিক্ষানুরাগী আলহাজ্ব রসিদ আহমদ চৌধুরী মৃত্যূকালে স্ত্রী, ৪ কন্যা, ২ পুত্র সন্তান, অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। রোববার ২৮ নভেম্বর সকালে আলহাজ্ব রসিদ আহমদ চৌধুরীর মৃতদেহ চকরিয়ার ফাঁসিয়াখালী নিজ বাড়িতে আনা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।