বলরাম দাশ অনুপম:
কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে কাজী মোস্তাক আহমদ শামীমের পাঞ্জাবী মার্কার গণজোয়ার সৃষ্টি হয়েছে। ১২নং ওয়ার্ডে হাজারো কালো টাকার ভীড়ে, বিভিন্ন প্রভাবশালী লোকের প্রভাবকে পেছনে ফেলে পাঞ্জাবী মার্কা এগিয়ে যাচ্ছে। সাধারণ ভোটারেরা এখন কাজী মোস্তাক আহমদ শামীমকে ১২নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত করতে তাঁর পাঞ্জাবী মার্কার পক্ষে একাট্টা হয়েছে। যার প্রমাণ শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে এই উপ-নির্বাচনের শেষ দিনের শোডাউনে ১২নং ওয়ার্ডের লাইট হাউস, সৈকত পাড়া, ফাতের ঘোনা, আদর্শ গ্রাম ও কলাতলীসহ বিভিন্ন এলাকার হাজারো আবাল-বৃদ্ধ-বণিতা সর্বপরি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের স্বর্তস্ফূত অংশগ্রহণ। কাজী মোস্তাক আহমদ শামীম উক্ত ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবুর বড় ভাই। এলাকার সাধারণ ভোটারদের মতে পাঞ্জাবী মার্কায় ভোট দিলে এলাকায় উন্নয়নসহ মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। কোনো রাজনৈতিক, প্রভাবশালী ব্যক্তি, এলাকার চাপ, দান-দক্ষিনা অথবা কালো টাকার চাপে ভীত না হয়ে পাঞ্জাবী মার্কায় ভোট দিতে হবে বলেও জানান ভোটারেরা। কাউন্সিলর প্রার্থী কাজী মোস্তাক আহমদ শামীম বলেন-আগামী ২৮ নভেম্বর রবিবার এলাকার একজন সন্তান, একজন ভাই অথবা একজন সেবক হিসেবে পাঞ্জাবী মার্কায় আপনারা একটি করে ভোট দিন। আমি আমার সারাজীবন সীমিত সামর্থ দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করেছি। এবার কাউন্সিলর নির্বাচিত হলে সত্যিকার অর্থে বৃহৎভাবে মানুষের সেবা নিশ্চিত করতে চাই। পাশাপাশি আমার প্রয়াত ছোট ভাই কাজী মোরশেদ আহমদ বাবুর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই। কাজী শামীম বলেন, শুধুমাত্র সেবা ও ভালোবাসার জন্যই আমার নির্বাচন করা। এই সেবা-ভালোবাসার মর্যাদা দিতে হলেও মানুষ আমাকে ভোট দিবে।