আবুল কাশেম সাগর,রামু :
রামুতে উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সকল রাজনৈতিক দলের কমিটিতে এক তৃতীয়াংশ নারীর সম্পৃক্ততা রাখা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিষয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সম্পন্ন হয়েছে। বুধবার ( ২৩ নভেম্বর) সকাল ১১টায় রামু উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপির পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও স্মারকলিপি অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলো ২০২০ সালের মধ্যে কেন্দ্রীয় এবং স্থানীয় কমিটিতে ৩৩% নারী অর্ন্তভূক্ত করার শর্ত পূরণে কিছুটা ব্যর্থ হয়েছে, সেহেতু নির্বাচন কমিশন নতুন সময়সীমা বৃদ্ধি করা অত্যন্ত জরুরী। সেই সময়সীমা জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশ করার দাবী জানান। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক- তৃতীয়াংশ ( ৩৩%) নারীকে দলীয়ভাবে মনোনয়ন /সমর্থন দেয়ার ব্যবস্থা করা এবং রাজনৈতিক দলের কমিটিতে এক তৃতৃীয়াঙশন(৩৩%) নারীকে আগামী সময়সীমা নির্ধারণের আগেই অর্ন্তভূক্তিরকরা। দলীয় মনোনয়নের ক্ষেত্রে দলকেেসাহসী ও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। স্থানীয় পর্যায়ে কেবলমাত্র প্রতিকী অংশগ্রহণ নয়, নারীর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং মনোনয়ন বৃদ্ধি করতে হবে। রাজনৈতিক দলের কমিটিগুলোর মেয়াদ শেষ হওয়ার সাথে সম্মেলন আয়োজন করা। উপজেলা ও জেলার মূল কমিটিতে ৩৩% নারীর অর্ন্তভূক্তির পাশাপাশি কমপক্ষে সহ-সভাপতি বা যুগ্ন সম্পাদক পদ দেয়া। ইউনিয়ন পর্যায়ে সকল রাজনৈতিক দলের মূল কমিটিতে কমপক্ষে ৪টি ওয়ার্ডে কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক পদ নারীকে দেয়ার দাবী। ইউনিয়ন, উপজেলা এবং জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে নির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা। সেই তালিকা দলীয় কার্যারয়ে লাগানোর দাবী। রাজনৈতিক দলের নির্দিষ্ট ফর্মে এবং চাঁদা দিয়ে নারীদের সদস্য পদ প্রদান করার দাবী জানান। জেলা, উপজেলা এবং ইউনিয়নে রাজনৈতিক দলের মূল কমিটিতে নারীর অংশগ্রহণ ও অগ্রগতি কতটুকু হলো তা নির্বাচন অফিস ওকর্মকর্তারা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করার দাবী জানান।
অপরাজীতা ও খাঁন ফাউন্ডেশনের মনিটরিং এন্ড ইভ্যালোয়েশন কো- অর্ডিনেটর সায়েদুল ইসলাম ও উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আসাদুজ্জান লিওন এর সার্বিক তত্বাবধানে আয়োজিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রামু উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ও নব নির্বাচিত ইউপি সদস্য মনোয়ারা ইসলাম নেভী, ইউপি সদস্য আল মর্জিনা, রাবেয়া বসরী রাবু, মরিয়ম বেগম, রোজিনা আক্তার, আলম শায়ের, গোলজার বেগমসহ অন্যারা। মানববন্ধনে রামু উপজেলার ১১ টি ইউনিয়নের নির্বাচিত সংরক্ষিত ইউপি সদস্য, বর্তমান সদস্য, নারী প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বেসরকারী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।