মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়ার বড় পুকুর নিবাসী, বিশিষ্ট সমাজসেবক, ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি, মুহাম্মদ মুসলিম প্রকাশ মুসলিম সর্দার (৭৪) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু- ঈদগাহ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

লুৎফুর রহমান কাজলের একান্ত সহকারী মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রেরিত এক শোকবার্তায়, লুৎফুর রহমান কাজল বলেন, আদর্শ, পরিশুদ্ধ ও শিষ্টাচার সমৃদ্ধ সমাজ বিনির্মানে মুহাম্মদ মুসলিম প্রকাশ মুসলিম সর্দার এর অবদান খুবই প্রশংসনীয়। সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত, মুহাম্মদ মুসলিম প্রকাশ মুসলিম সর্দার (৭৪) সোমবার ১৫ নভেম্বর সন্ধ্যা ৫ টা ২০ মিনিটের দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মুসলিম সর্দার দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মুসলিম সর্দার দীর্ঘ তিন যুগেরও বেশী সময় ধরে সফলতার সাথে শহরের টেকপাড়া বড় সমাজের সর্দার এর দায়িত্ব পালন করেছেন। তিনি একজন কৃতি ফুটবল খেলোয়াড়, ডিসি সাহেবের বলীখেলার রেফারী, ক্রীড়া সংগঠক ছিলেন। মুসলিম সর্দার মরহুম মোহাম্মদ ইউনুস ও মরহুমা কুলসুম বেগমের দ্বিতীয় পুত্র। শহরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন টেকপাড়া সোসাইটি’র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ উল্লাহ মিয়া ভাই এর পিতা এবং টেকপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ পেশকার এর ছোট ভাই।

মঙ্গলবার ১৬ নভেম্বর জোহরের নামাজের পর কক্সবাজার শহরের টেকপাড়া জামে মসজিদ মাঠে মরহুম মোহাম্মদ মুসলিম প্রকাশ মুসলিম সর্দারের এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের ভ্রাতুষ্পুত্র ও টেকপাড়া বড় সমাজের ভারপ্রাপ্ত সর্দার হাবিব উল্লাহ হাবিব জানিয়েছেন।