সংবাদদাতা:
কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে নৌকার প্রার্থী মুজিবুর রহমান বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উৎফুল্ল হয়ে উঠেছে সাধারণ মানুষ।
ইতিমধ্যে মুজিবুর রহমানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নৌকার বিজয়কে ঘিরে পুরো ইউনিয়ন জুড়ে বিজয় উৎসব চলছে। পাড়ায় পাড়ায় চলছে মিষ্টিমুখ আর বিজয়োল্লাস।
স্থানীয়রা জানিয়েছে, চৌফলদন্ডী হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি। জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী ও সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক আহমদের এলাকা হওয়ায় এই ইউনিয়নের নৌকার বিপুল সমর্থক রয়েছে। অন্যদিকে নৌকার মনোনিত প্রার্থী মুজিবুর রহমানও একজন যোগ্য, দক্ষ, জনদরদি এবং বিচক্ষণ মানুষ। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউনিয়নকে আরো বেশি উন্নয়ন করতে পারবে বলে মনে করছেন সাধারণ মানুষ। অন্যদিকে বিচার-সালিশসহ নাগরিক সেবার মানও বেশ উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
ইতিমধ্যে নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান সেই প্রতিশ্রুতি দিয়েছেন।
সবমিলে চৌফলদন্ডীর সচেতন লোকজন মনে করছেন, চৌফলদন্ডীতে আরো একজন যোগ্য চেয়ারম্যানন নির্বাচিতত হয়েছে।
অন্যদিকে মুজিবুর রহমানের বিজয় ঘিরে পরাজিত প্রার্থী ষড়যন্ত্র শুরু করেছে বলে জানিয়েছে সাধারণ মানুষ। ওই প্রার্থী পরাজয়ে ক্ষুব্ধ হয়ে অহেতুক কার্যকলাপ শুরু করেছে। মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন তিনি। এই বিষয়ে সকলকে সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যানন মুজিবুর রহমান।