আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ বাহারছড়া উপকূলে জাহাজপুরা সৈকতে টানা জালে ধরা পড়ছে ৯০টি লাল কোরাল (রাংঙ্গা চৈ) নামের সামুদ্রিক মাছ।
স্থানীয় হেলাল উদ্দিনের মালিকানাধীন জালে এসব মাছ ধরা পড়ে।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা মৎস্য ঘাটে তোলা হয়। সেখানেই ৩ লক্ষ টাকা মূল্যে মাছ গুলো কিনে নেন মাছ ব্যবসায়ীরা।

স্থানীয় ডা. মো. রফিক জানান, বঙ্গোপসাগরের জাহাজপুরা উপকূলে জাহাজপুরা গ্রামের হেলাল উদ্দিনের জাল -নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে রওয়ানা দেন আবদুল করিম মাঝি। ঘন্টাখানেক সময় ধরে সাগরে ফেলা জাল এক পর্যায়ে ভারী হয়ে উঠে। তখন মাঝি ১৪ জন শ্রমিক নিয়ে টানা জাল টেনে আনার সময় দেখা মেলে সামুদ্রিক লাল কোরাল “রাঙ্গা চৈ’ । পরে এসব মাছ কূলে উঠিয়ে আনা হয়। গুনে অন্যান্য মাছের সাথে ৯০টি রাঙ্গা চৈ দেখে জেলেদের মধ্যে আনন্দের বন্যা বইতে থাকে৷ ”

স্থানীয় মাছ ব্যবসায়ীরা জাহাজপুরা ঘাটেই তিন লক্ষ টাকায় লাল কোরাল (রাঙ্গা চৈ) নামের সামুদ্রিক মাছ গুলো কিনে নেন।

প্রসঙ্গত সপ্তাহ খানেক আগেও সেন্টমার্টিন এক জেলের টানা জালে ধরা পড়ছিল ২০৪ টি লাল কোরাল। যা ৭ লক্ষ টাকায় বিক্রি হয়।