সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা আওয়ামী লীগ।
রোববার সংগঠনের ভারপ্রাপ্ত জেলা সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ শোক জানান। নেতৃবৃন্দ মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পাশাপাশি সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে জেলা শ্রমিক লীগ সভাপতির এ ধরনের মৃত্যুর চাঞ্চল্যকর ঘটনার পর জেলার আইনশৃংখলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
তাঁরা এ ঘটনার জোর প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, জহির সিকদার হহত্যাকান্ড এবং কুদরত উল্লাহ আহত হওয়ার ঘটনা খুবই দুঃখজনক। হামলাকারীরা পরিকল্পিতভাবে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে সরকারের আইনশৃংখলাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে।
তাঁরা সংগঠিত ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। অন্যথায় দলের গুরুত্বপূর্ণ একজন নেতা হত্যাকাণ্ডের ঘটনায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।
এদিকে অন্যান্য জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন সহ-সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইন, শাহ আলম চৌধুরী, এডভোকেট বদিউল আলম সিকদার, এম.আজিজুর রহমান, রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, এমপি আশেক উল্লাহ রফিক, সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদ ও মাহবুবুর রহমান চৌধুরীসহ সকল নেতৃবৃন্দ।