মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের বাকখাঁলী নদীর উপর এলজিইডি’র বাস্তবায়নাধীন ‘বাঁকখালী সেতু’ এর নির্মাণকাজ কাজ পুরোপুরি সম্পন্ন হলে খুরস্কুল সহ পার্শ্ববর্তী বিস্তৃর্ণ এলাকায় সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধন করা পৃথিবীর বৃহত্তম আশ্রয়ণ প্রকল্প ”খুরুস্কুল আশ্রয়ণ প্রকল্প”র অধিবাসিরা অনেক বেশি উপকৃত হবেন। উভয় এলাকায় আবাসিক ভবন, অফিস, ব্যবসা বাণিজ্যসহ ব্যাপক অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি পাবে। এমন কি চট্টগ্রাম হতে কক্সবাজার শহরে প্রবেশের আরো একটি সংযোগ সড়ক নির্মাণ করা সহজ হবে। এ সেতু নির্মাণের ফলে নদীর উভয় এলাকার অধিবাসিরা সুফল ভোগ করবে।

শনিবার ৬ নভেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক নির্মাণাধীন প্রায় ৬০০ মিটার (প্রায় ২ হাজার ফুট) দীর্ঘ সেতু’র নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা বলেন।

পরিদর্শনকালে এলজিইডি কর্তৃপক্ষ সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদকে জানান, সেতুটির নির্মাণ কাজ ইতিমধ্যে শতকরা ৬৫ ভাগ সম্পন্ন হয়েছে। আগামী ২০২২ সালের ডিসেম্বর নাগাদ সেতুটির নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।