ফারুক আহমদ , উখিয়া:
মৎস্যজীবী গ্রাম সমিতির বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক ৩ মাস ব্যাপি আবাসিক কারিগরি প্রশিক্ষণর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান উখিয়ার বাংলা-জার্মান সম্প্রীতি ( বিজিএস) ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৬ নভেম্বর ) সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কম্পোন্টে থ্রী চট্টগ্রাম অঞ্চল এসডিএফের রিজিওনাল কো অর্ডিনেটর হাসান নেওয়াজ মোহাম্মদ মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা জার্মান সম্প্রীতির নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হাসান শাহনেওয়াজ মোহাম্মদ মামুন বলেন, উপকূলীয় জেলে পরিবারের বেকার যুবকদের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করছেন সরকার। দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন প্রশিক্ষণের দক্ষতাকে কাজে লাগিয়ে বেকারত্ব দূরীকরণ করে নিজেদের কে প্রতিষ্ঠিত করতে হবে ।
সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট ( কম্পোনেন্ট – ৩ ) কর্মসূচির আওতায় জালিয়া পালংয়ের পাইন্যাশিয়া বিজিএস ট্রেনিং সেন্টারের হল রুমে প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( এসডিএফ) চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক কর্মকর্তা মোছাম্মৎ জীবন আরা তিথী
বিজিএস ট্রেনিং সেন্টারের রিজিওনাল ম্যানেজার মোঃ দিদার উদ্দিনের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসডিএফের মনিটরিং অফিসার ফজলুল করিম ফারুক , ক্লাষ্টার অফিসার রাকিবুল ইসলাম ও বিজিএসের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ।
প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সোয়াইব মোহাম্মদ ও শাহাদাৎ হোসাইন।
সংশ্লিষ্ট দায়িত্বশীল জানা গেছো, বাংলা জার্মান সম্প্রীতি ( বিজিএস) এর বাস্তবায়নে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( এসডিএফ) এর সহযোগিতায় ৪০ জন বেকার জেলে যুবকদের কে ২ টি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হয় । ৩ মাস ব্যাপী ইলেকট্রনিক হাউজ ওয়্যারিং এবং মোবাইল ফোন সার্ভেসিং বিষয়ে হাতে কলমে আবাসিক প্রশিক্ষণ পেয়েছে শিক্ষার্থীরা । অনুষ্টানে সহযোগিতায় ছিলেন বিসিএস ট্রেনিং সেন্টারের হিসাব রষক মাহফজুল করিম ও প্রশিক্ষক মোহাম্মদ সেফাউল ইসলাম ।