রাশেদুল ইসলাম:

কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী খোদেসতা বেগম রীনার সমর্থনে একবিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্টিত সমাবেশে জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদু্ল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক-মেয়র মুজিবুর রহমান বলেন, মিঠাছড়ির ইতিহাস এবং ঐতিহ্যের সাথে নৌকার প্রার্থী খোদেসতা বেগম রীনার পরিবারটি জড়িয়ে আছে৷

তাই প্রকৃত আওয়ামীলীগ পরিবার হিসেবে প্রধানমন্ত্রী নৌকা দিয়ে ভুল করেননি৷ আপনারা প্রত্যেকে প্রধানমন্ত্রীর সম্মানে নৌকা মার্কায় ভোট দেবেন৷

বৃহস্পতিবার ৪ নভেম্বর বিকেলে মিঠাছড়ি স্টেশন চত্বরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জুহুর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক-মেয়র মুজিবুর রহমান।

সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদু্ল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক-মেয়র মুজিবুর রহমান বলেন, মিঠাছড়ির ইতিহাস এবং ঐতিহ্যের সাথে নৌকার প্রার্থী খোদেসতা বেগম রীনার পরিবারটি জড়িয়ে আছে।

মাননীয় প্রধানমন্ত্রী জেনেশুনে সবকিছু দেখে নৌকার টিকেট দিয়েছেন। অত্যন্ত ভদ্র ও নম্র এমহিলাকে চেয়ারম্যান নির্বাচিত করে মিঠাছড়িবাসির সেবা করার সুযোগ দিতে হবে।

তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে কাংখিত উন্নয়ন হবে৷
পাশাপাশি মাতৃত্ব, বয়স্ক, বিধবা, দু:স্থ, প্রতিবন্ধি’সহ সকল ভাতা এবং নাগরিক সেবার সুষ্ঠ বন্টন হবে।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল ইসলাম রানার পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরি, জেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম, রামু উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসু্ল অালম মন্ডল, অধ্যাপক দেলওয়ারুল আলম চৌধুরী, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারুফ আদনান ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা উসমান গনি৷

উপস্থিত ছিলেন জেলা সৈনিক লীগ সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নুরুল কবির পুতু, আবু বক্কর সিদ্দিক, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উম্মে হাবিবা, আলী হোসেন ও শওকত’সহ অসংখ্য আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং সৈনিক লীগ নেতৃবৃন্দ প্রমুখ।