মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী ৯ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাছাই এর দিনে বৃহস্পতিবার ৪ নভেম্বর উপ নির্বাচনের রিটার্নিং অফিসার ও কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্রে কোন ত্রুটি না থাকায় সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের
উপ নির্বাচনে যাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে-তাঁরা হলেন-(১) মোহাম্মদ সোহেল, পিতা-সৈয়দুর রহমান, (২) শামীম আহমেদ, পিতা-তোফায়েল আহমেদ, (৩) সানজিদা আহমেদ, পিতা-নজরুল ইসলাম সিকদার, (৪) এম.এ মঞ্জুর, পিতা-আসমত আলী, (৫) মোঃ শহীদুল ইসলাম শহীদ, পিতা-মৃত জয়নাল আবেদীন, (৬) আনসারুল করিম, পিতা-মোহাম্মদ আলী, (৭) শাহেদ আলী, পিতা-ছাবের আহমদ নজীর, (৮) মোঃ মোরশেদুল হক, পিতা-আবু তাহের মাসুদ এবং (৯) মোঃ ফরিদুল আলম, পিতা-আবদুল গনি।

গত ২ নভেম্বর এসব মনোনয়নপত্র দাখিল করা হয়। আগামী ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৮ নভেম্বর রোববার কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু’র মৃত্যুতে কাউন্সিলরের এ পদটি শূন্য হয়।