শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারে কুতুবদিয়ায় দক্ষিণ ধুরুং ইউনিয়নে গত শনিবার ট্রলারে অগ্নিদগ্ধ মাঝি-মাল্লা ও তাদের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী এসব সহায়তা তুলে দেন।

সহায়তার মধ্যে ছিল, ২৫ কেজি চাউলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী, ২টি কম্বল ও ৬ জনকে ১০ হাজার টাকা এবং বেশি ক্ষতিগ্রস্ত সাইফুল ইসলাম ও ফরিদুল ইসলামের পরিবারকে ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ ধূরুং ইউনিয়নের চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসের ইঞ্জিনিয়ার কামরুল হাসান সহ প্রমুখ।

উল্লেখ, মাছ ধরা ট্রলারে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ৮ জন মাঝি-মাল্লা আহত হয়েছিল। তারমধ্য, মামুন, মিনহাজ উদ্দিন, জিসান, জিশাত, সাদ্দাম, ফরিদুল ইসলাম, সাইদুল ইসলাম ও নুর হোসেন। এদের মধ্যে সাদ্দাম হোসেন উত্তর ধূরুং ইউনিয়নে এবং বাকি ৭ জন দক্ষিণ ধূরুং ইউনিয়নের বাসিন্দা। মামুন ও সাগরকে ছাড়পত্র দেয়া হয় এবং বাকি ৬ জনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।