শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি :

কুতুবদিয়ায় চলতি বছরের দশ মাসে পানিতে ডুবে অন্তত ৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে চলতি মাসের ১০ দিনে ৫ জনের মৃত্যু হয়। মারা যাওয়া শিশুদের বয়স এক থেকে পাঁচ বছরের মধ্যে। কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কক্সবাজার নিউজ ডটকম পাঠানো সংবাদের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

সর্বশেষ রবিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় উপজেলার সদর বড়ঘোপের আরব সিকদার পাড়া গ্রামে পানিতে ডুবে নুরশাত নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নুরশাত বড়ঘোপ ইউনিয়নের আরব সিকদার পাড়া গ্রামের বাদশা মিয়ার মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকালে নুরশাত বাড়ীর উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজাখুঁজি শুরু করেন। সকাল ৮ টার দিকে বাড়ীর সামনে পুকুরে স্থানীয়রা নুরশাতকে উদ্ধার করেন।

পরে তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।