শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :

কুতুবদিয়া উপজেলায় মোট ৪৪টি মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদিয় দুর্গাপূজা। আগামী ১১ অক্টোবর (সোমবার) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ১৫ অক্টোবর (শুক্রবার) দশমীতে বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচদিন ব্যাপী শারদীয় এই উৎসব।

এ পূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে চলছে প্রতিমা তৈরিসহ সকল প্রস্তুতি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা. রাজীব সেন বলেন, এবার উপজেলায় মোট ৪৪ টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা হতে যাচ্ছে তার মধ্যে ১২টি প্রতিমা এবং ঘট ৩২টি সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ১২টি প্রতিমার মধ্যে শ্রী শ্রী দূর্গা মন্দিরের জায়গা নিয়ে আদালতে মামলা মিমাংসা না হওয়ায় পূজা উদযাপন বন্ধ থাকবে। বাকী ১১ টিতে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রতিবারের ন্যায় এবারও দুর্গা পূজার উৎসবে স্থানীয় প্রশাসন সহ সরকারি আর্থিক সহায়তা বরাদ্ধ দেয়া হয়েছে। বিভিন্ন ইউনিয়নে পূজা উদযাপনে শান্তি-শৃংখলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে উৎসব পালন হবে বলে মনে করেন তিনি।

প্রতিমা পূজার মন্ডপগুলো হচ্ছে বড়ঘোপ বাজার কুতুবদিয়া কেন্দ্রীয় কালি মন্দির, মধ্যম বড়ঘোপ কৈবর্ত্য পাড়া বানেশ্বর কালি মন্দির, পূর্ব বড়ঘোপ কৈবর্ত্য পাড়া সর্বমঙ্গলা কালি মন্দির, দক্ষিণ ধুরুং নাথ পাড়া বিমল নাথের দুর্গা মন্দির, নাথ পাড়া (দক্ষিণ) ভবানী মহাজনের দুর্গা মন্দির, লেমশীখালী সর্বমঙ্গলা দূর্গা মন্দির, আলী আকবর ডেইল জেলে পাড়া রাধাকৃষ্ণ নন্দধাম মন্দির, বড়ঘোপ মগডেইল রাধাগোবিন্দ দূর্গা মন্দির, উত্তর ধুরুং প্রদীপ পাড়া সার্বজনীন দুর্গা মন্দির, বড়গোপ মিয়ারঘোনা মায়ের বাড়ি কালি মন্দির, পূর্ব বড়ঘোপ কৈবর্ত্য পাড়া মায়ের বাড়ি দূর্গা মন্দির।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর হায়দার জানান,দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তারই লক্ষে ৬টি মোবাইল কোর্টসহ সাদা পোশাকে পুলিশ এবং প্রতিটি পূজা মন্ডপে আনসার, গ্রামপুলিশ ও স্থানীয় সংশ্লিস্ট সার্বজনীন শান্তি-শৃঙ্খলা কমিটির সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।