সিবিএন ডেস্ক:
ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। যেখানে জয় ছাড়া কোনোকিছুই ভাবছেন না কোচ অস্কার ব্রুজন। প্রতিপক্ষ নিয়ে চিন্তা না করে ভালো পারফর্ম করার লক্ষ্য কাপ্তান জামাল ভূঁইয়ার। অন্যদিকে কঠিন ম্যাচে জয় তুলে নিতে চায় মালদ্বীপও। মালের রাশমি ধানুতে ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ১০টায়।

সংবাদ সম্মেলনে এসেও জামাল ভূঁইয়ার দৃষ্টি রাশমি ধানুর মেইন পিচ। মালদ্বীপ ম্যাচ শুরু করার আগে আরও একবার ভালো করে দেখে নিলেন সবকিছু। অনেক জটিল সমীকরণ আছে এখানে। যার সহজ সমাধান শুধুই জয়।

কার্ডের নিষেধাজ্ঞা থাকায় এই ম্যাচে আসছে পরিবর্তন। রাকিবের জায়গায় খেলবেন ইব্রাহিম। সাদকে রাইট উইংয়ে রেখে মাঝের দু‌জন বিপলু আর সোহেল। রাইট ব্যাকে এবারের সাফে বিশ্বর স্থলাভিষিক্ত হবেন রিয়াদুল রাফি।

বাংলাদেশের কোচ অস্কার ব্রুজন বলেন, ‌’নতুন করে বলার কিছু নেই। আমরা জিততে চাই। দল ভালো অবস্থানে আছে। সাফের ফাইনাল খেলতে হলে পয়েন্ট হারানো যাবে না। তবে স্বাগতিকদের বিপক্ষে খেলতে হবে তাই ম্যাচটা অনেক কঠিন আমাদের জন্য।‌’

প্রবাসীদের এই ম্যাচ দেখা নিয়ে এখন উত্তপ্ত মালে। মাঠে ঢুকতে পারবেন মোটে ২০০ জন। তাই হোম ক্রাউড মিস করবে বাংলাদেশ। তবে সেসব নিয়ে চিন্তিত নন কাপ্তান জামাল।

বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, ‌’মালদ্বীপ কেমন করবে সেটা নিয়ে আমি বিব্রত নই। আমরা ভালো করতে চাই। মাঠে দর্শক থাকলে সেটা আমাদের অনুপ্রাণিত করে। তবে না থাকলেও সেটা আমরা মানিয়ে নেব।‌’

অনুশীলন শেষে এদিন সংবাদমাধ্যম কর্মীদের পক্ষ থেকে কেক দেওয়া হয় বার্থডে বয় তারিক কাজীকে। দলকে জয় উপহার দিয়ে মুহূর্তটা রাঙিয়ে রাখতে চান এই ডিফেন্ডার।

ডিফেন্ডার তারিক কাজী বলেন, ‌’এই ম্যাচের আগে মালদ্বীপ যে বেশ চাপে রয়েছে তা বোঝা যায় ওদের আচরণেই। ফ্লাড লাইটে অনুশীলন করা স্বাগতিকরা অনুশীলনের ছবি দেয়নি সংবাদমাধ্যমকে। কারণ একটাই কোনোভাবেই যাতে ওদের কৌশল বুঝে ফেলে বাংলাদেশ।‌’

কোচের মালদ্বীপ আলী সুজাইন জানান, ‌’আমাদের কাছে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় জয় পেতেই হবে। তবে বাংলাদেশ খুবই শক্ত প্রতিপক্ষ। ভারতের বিপক্ষে ১০ জনের দল নিয়ে ড্র করায় ওদের আত্মবিশ্বাসটাও দারুণ। তবে রাকিক আর আর বিশ্বনাথের অনুপস্থিতির সুযোগ নেব আমরা।‌‌’