সিবিএন ডেস্ক:
রাখাইন যুবক স্বর্ণ শিল্পী ও দুবাই প্রবাসী হ্লাইন হ্লাইন (ছেন থেন হ্লাইন) কে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন সভ্য সমাজের জন্য অশনি সংকেত। এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় না আনলে আইনের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধাবোধ উঠে যাবে। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ন্যাক্কারজনক ঘটনার মূলহোতাদের গ্রেফতার করতে হবে। নচেৎ কক্সবাজারের সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

সোমবার (০৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে রাখাইন যুবক স্বর্ণ শিল্পী ও দুবাই প্রবাসী হ্লাইন হ্লাইন (ছেন থেন হ্লাইন) এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ রাখাইন কমিউনিটি আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, ‘শহরের স্টেডিয়াম পাড়ার শীর্ষ ছিনতাইকারী শহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে তাঁর বাহিনী এই অমানুষিক নির্যাতন করা হয়। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এরপর থেকে সর্বত্র ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।’

বক্তারা আরও বলেন, ‘কক্সবাজার জেলা সৃষ্টিকাল থেকে রাখাইন সম্প্রদায় শান্তিপ্রিয় জনগোষ্ঠী হিসেবে ব্যাপক সমাদৃত হয়েছে। রাখাইন সম্প্রদায়ের জীবনাচার সবাইকে সহজে আকৃষ্ট করেছে। কিন্তু কিছু উশৃঙ্খল সমাজ বিরোধী বার বার রাখাইন সম্প্রদায়ের শান্তিকামী মানুষের উপর বর্বরতা চালিয়ে আসছে। এ নিয়ে আতংকিত পুরো রাখাইন সম্প্রদায়ের মানুষ। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্খিত সোনার বাংলাদেশে রাখাইন সম্প্রদায় আতঙ্কমুক্ত হতে চায়। এ জন্য আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।’

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। বাংলাদেশ রাখাইন কমিউনিটির সভাপতি ক্যনিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সংগঠন এইচআরডিএফ’র কক্সবাজারের আহবায়ক এড. অরূপ বড়–য়া তপু, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষক উথেন য়াইন, কক্সবাজার আইন ও শালিস কেন্দ্রের সদস্য রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ,এম নজরুল ইসলাম, সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল, বাংলাদেশ হিন্দু পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি দীপক দাশ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, কক্সবাজার মডেল হাই স্কুলের শিক্ষিকা মাউটিন, আদিবাসি ফোরামের মহিলা বিষয়ক সম্পাদক মাটিটিন, জাতীয় পরিবেশ মানবাধিকা সোসাইটির চেয়ারম্যান সাংবাদিক এস,এম ছৈয়দ উল্লাহ আজাদ, কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের আহবায়ক রাজু বড়–য়া, কক্সবাজার সিটি কলেজের প্রভাষক মংহ্লা, বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা প্রভাষক মংছেনহেন, উপদেষ্টা হেনটিং, বিআরএসএ’র কেন্দ্রীয় সহ—সাংগঠনিক সম্পাদক হ্লাগ্য, বাংলাদেশ রাখাইন কমিউনিটির সদস্য মংওয়াইন নাইন, রাখাইন একতা সংঘের উপদেষ্টা মংছেন য়াইন, মহেশখালী দক্ষিণ রাখাইন পাড়ার যুব উন্নয়ন সংঘের সাবেক সভাপতি ছেনথেইন য়াইন, প্রবাসী আবুল হোসন, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক তৈয়ব উল্লাহ সিকদার বাবু প্রমূখ। সমাবেশ সঞ্চালনা করেন রাখাইন একতা সংঘের সভাপতি উসেন থোয়েন (উসেনমি বাবু)।

বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে অংশ নেয় বাংলাদেশ রাখাইন স্টুডেন্টস এসোসিয়েশন, রাখাইন একতা সংঘ, রাজধানী ফ্রেন্ডস সার্কেল, চকরিয়া—পেকুয়া উপজেলা আদিবাসি ফোরাম, রাখাইন ইয়ং ইউনাইটেড ক্লাব, বড় বাজার রাখাইন যুব সংঘ, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার, সাংবাদিক সংসদ কক্সবাজার, কক্সবাজার জেলা আদিবাসি ফোরাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি, বৌদ্ধ সুরক্ষা পরিষদ, কক্সবাজার হিন্দু পরিষদ, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন, মহেশখালী রাখাইন যুব উন্নয়ন সংঘসহ বিভিন্ন সামাজিক সংগঠন।