সিবিএন ডেস্ক:
লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় গ্যারগ্যারেস শহর থেকে ৪ হাজার অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। যাদের মধ্যে কয়েকশ’ নারী ও শিশু রয়েছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

খবরে বলা হয়, দেশটির কর্তৃপক্ষ বলেছে, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং মাদক চোরাচালান বন্ধে শুক্রবার ওই অভিযান পরিচালনা করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযান চালায়। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনও মাদক পাচারকারীকে গ্রেফতারের কথা বলা হয়নি।

একজন কর্মকর্তা জানান, শুক্রবার ৫০০ জন অভিবাসীকে আটক করা হয়, যাদের কোনও বৈধ কাগজপত্র ছিল না। শনিবার আটকের সংখ্যা বেড়ে ৪ হাজারে দাঁড়িয়েছে।

গ্যারগ্যারেস শহরটি রাজধানী ত্রিপলি থেকে ১২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। শহরটি অভিবাসী ও শরণার্থীদের ‘কেন্দ্র’ হিসেবে পরিচিত। এই শহরে কয়েক বছর ধরে অভিবাসনবিরোধী অভিযান চলছে, তবে সর্বশেষ এই অভিযানকে সবচেয়ে ‘সাংঘাতিক’ বলছেন মানবাধিকার কর্মীরা।