সিবিএন ডেস্ক:
ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে অপসারণের দাবিতে রাস্তায় নেমেছে দেশটির হাজার হাজার মানুষ। শনিবার ব্রাজিলের ১৬০টির বেশি শহরে এই বিক্ষোভ হয়েছে। দেশটিতে সাধারণ নির্বাচনের যখন আর একবছর বাকি তখন এই মিছিলে নেতৃত্ব দিচ্ছে বিরোধী দল ও ট্রেড ইউনিয়ন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রেসিডেন্ট জইর বলসোনারো মতমত জরিপে পরাজিত হয়েছেন। করোনা মহামারি নিয়ন্ত্রণের ব্যর্থতার দায়ে বহু ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের প্রতি ক্ষুব্ধ আছেন। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ৬ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন।

ভালদো ওলিভেরিয়া নামে একজন বিক্ষোভকারী এএফপিকে বলেন, ‘ইনি এমনই একজন প্রেসিডেন্ট যিনি সবকিছুকে পেছনের দিকে নিয়ে যাচ্ছেন। দেশে ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি লেগেই আছে। আমাদের গণতন্ত্র রক্ষা করা জরুরি হয়ে পড়েছে।’

দেশটির আটলাস ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ জনগণ প্রেসিডেন্টের পারফরমেন্সকে খারাপ ও খুব খরাপ বলছেন। অথচ ২০১৯ সালে যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন, তখন এই হার ছিল ২৩ শতাংশ।