মোস্তফা কামালঃ
চকরিয়া উপজেলার ডুলাহাজারায় স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে গলায় ফাঁস দিয়ে রুমেনা আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে।
শনিবার (২ অক্টোবর) সকাল ১০ টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড রংমহল হাতিপাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। চকরিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান।
স্থানীয়রা জানান, নিহত রুমেনা লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড গিলাতলী গ্রামের মোঃ রেনু মিয়ার মেয়ে। গত দেড় বছর আগে ডুলাহাজারার রংমহল হাতিপাড়ার এজাহার মিয়ার পুত্র সাইদুল করিম (২৪) এর সাথে সামাজিক ভাবে বিবাহ হয়ে ছিল। তাদের সংসারে ৯ মাস বয়সের এক সন্তান রয়েছে। ঘটনারদিন সকালে তারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। এর একপর্যায় স্বামী সাইদুল করিম তাকে মারধর করে। পরে এঘটনার জের ধরে সকাল ১০টার দিকে ঘরে রুমের ভেতর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়। নিহতের মামা নুরুল ইসলাম জানান, বিয়ের পর কিছুদিন সুখে থাকলেও পরবর্তীতে যৌতুকের দাবীসহ নানান অজুহাতে তার ভাগ্নির উপর নির্যাতন চালাতেন শশুর বাড়ির লোকজন। এবার তারা তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় আমরা মামলা করবো।
এবিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।