ছৈয়দ আলম:
টেকনাফের হ্নীলার রংগীখালী স্কুলপাড়ার দিনমজুর জালালের ছেলে শিশু জয়নালের শরীরে এক বিরল টিউমার ধরা পড়েছে। অনেকদিন ধরে তার পরিবার বিভিন্ন হাসপাতালে গেলেও টাকার অভাবে অপারেশনসহ চিকিৎসা করাতে পারেনি। ধুকে ধুকে ছেলেটির স্বাস্থ্য অবনতির দিকে যাচ্ছে। পাড়া মহল্লার মানুষও জানে তাদের এ কষ্টের কথা। প্রতিদিন দোকানেও ছেলেটি বারবার এসে মানুষকে আকুতি জানায় টিউমার অপারেশনের কিন্তু কেউ এগিয়ে আসে না। অবশেষে গেল ২০ সেপ্টেম্বর অনুষ্টিতব্য হ্নীলা ইউপি নির্বাচনে ভোটের প্রচারণা ও গণসংযোগে আসেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ মরহুম অধ্যাপক মোহাম্মদ আলীর সুযোগ্য বড় ছেলে হ্নীলা ইউনিয়ন পরিষদের দ্বিতীয়বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর বড় ভাই বিশিষ্ট ক্রীড়াবিদ, সমাজসেবক, রাজনীতিবিদ মাহাবুব মোরশেদ। তখন এই শিশুটি নৌকার একটি প্লে কার্ড গলায় দিয়ে প্রচারণায় দেখতে পেয়ে তাকে ডেকে তার ছবি তুলে মাহাবুব মোরশেদ এর টাইমলাইনে পোস্টও করেন। পরে ছেলেটির টিউমারের কথা জেনে তখনই ঘোষনা দেন চিকিৎসার দায়ভারের কথা। এ ঘোষনায় তার মা-বাবা ও এলাকার মানুষজন অনেক খুশি হয়েছেন। শিশু জয়নালের মা-বাবা জানান, এমন অপ্রত্যাশিত ঘটনায় শিশুটির অসহায় দরিদ্র পিতা-মা বাকরুদ্ধ। এ অবস্থায় নিষ্পাপ শিশুকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতাল এবং বিভিন্ন মানুষের দ্বারে ঘুড়ে বেড়াচ্ছিলাম। অবশেষে ভাগ্যহত নবজাতক শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়ে মানবতার হাত বাড়িয়ে দিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদ। তিনি শিশুটির পরিবারের সাথে কথা বলে তার অপারেশনসহ সমস্ত চিকিৎসার দায়িত্ব নেন। কয়েকদিনের মধ্যে চট্টগ্রামের একটি হাসপাতালে শিশুটির বিরল টিউমারের অপারেশন হবার কথা রয়েছে।

সমাজসেবক মাহাবুব মোরশেদ জানান, বিষয়টি অত্যন্ত অমানবিক। আমাদের জন্মমৃত্যুর মালিক আল্লাহ। তিনি আমাদের কার ভাগ্যে কি রেখেছেন সেটি আগাম কেউ বলতে পারবে না। বিরল টিউমার নিয়ে কষ্টে পাওয়া শিশুটির পরিবারের দুরবস্থার কথা জানতে পেরে সাথে সাথে তার পরিবারের সাথে যোগাযোগ করেছি। শিশুটির উন্নত চিকিৎসাসহ অপারেশনের সকল খরচ আমি বহন করবো বলে জানিয়েছি।