মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকেঃ
এশিয়া মহাদেশের ১৭০ বছরের ইতিহাসে প্রথম সর্ব বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা এক্সপো২০২০ পর্দা উঠলো আজ শুক্রবার। মধ্যপ্রাচ্যের আরব উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের শিল্প এলাকা জাবেল আলীর এক্সপো গ্রাউন্ডে এই জমকালো উদ্বোধনী আয়োজন করা হয়। এছাড়াও দেশটির ৪৩০টি স্থানে উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ও আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মুহাম্মদ ইন জায়েদ আল নাহিয়ান উক্ত মেলার শুভ উদ্বোধন করেন।
১লা অক্টোবর থেকে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত ৬ মাস ব্যাপি বিশ্বের ১৯১ দেশের নিজ নিজ প্যাভিলিয়নসহ অংশ গ্রহণে চলবে এ মেলা। এক্সপোর প্রথম দিনে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধবী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ও প্রবাসীকল্যাণ মন্ত্রী উপস্তিত থাকার কথা রয়েছে।
ছয় মাস ব্যাপি আন্তর্জাতিক পণ্য প্রদর্শনী কেন্দ্র এক্সপোতে বিশ্বের বিভিন্ন দেশের পণ্য, উদ্ভাবন, জাতীয় ব্রান্ড, শিল্প, পর্যটন ও সংস্কৃতি প্রদর্শন করা হবে।