বার্তা পরিবেশক :
কক্সবাজারের চকরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে করোনা ভাইরাসের গণটিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।
তিনি মঙ্গলবার সকালে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে করোনা গণটিকা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় সাথে ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সারাদেশের ন্যায় চকরিয়া উপজেলাতেও করোনা ভাইরাসের গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এদিন সকালে লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে গণটিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন এমপি জাফর আলম। একইসাথে এমপি জাফর আলম উপস্থিত টিকা নিতে আসা নারী-পুরুষের মাঝে মাস্কও বিতরণ করেন।