সিবিএন:

কক্সবাজার পর্যটন সেবার নামকরা সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার- টুয়াক এর নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। একই সাথে জাতিসংঘ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মুকুট মণি’ উপাধি পাওয়ায় টুয়াক আনন্দ উৎসব উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার, টুয়াকের উপদেষ্টা মুফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আশেক উল্লাহ রফিক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা ধরণের প্রকল্পের মাধমে কক্সবাজারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার অংশ হিসেবে পর্যনখাতে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের উন্নীত করে কক্সবাজারের পর্যটন খাতকে বিশ্ব দরবারে আরো উচু জায়গায় নিয়ে গেছেন।
তিনি বলেছেন, কক্সবাজারের পর্যটনখাতকে ভালো অবস্থানে ধরে রেখেছে ট্যুর অপারেটররা। এক্ষেত্রে টুয়াকের ভূমিকা অনন্য। পর্যটন সেবাকে বেগমান করে পর্যটকদের কাছে কক্সবাজারকে ইতিবাচককরে রেখেছে টুয়াক। টুয়াকের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল সহযোগিতা থাকবে।

নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মনছুর।

টুয়াকের ফাউন্ডার চেয়ারম্যান এম এ হাসিব বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টুয়াকের সহকারী নির্বাচন কমিশনার কামরুল হাসান, টুয়াকের সাবেক সভাপতি তোফায়েল আহমদ, প্রতিষ্ঠাতা সভাপতি এসএম কিবরিয়া খান, সাবেক সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা আশেক, মেরিনড্রাইভ হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি মুকিম খান, হোটেল এসোসিয়েশনের সভাপতি সুবীর চৌধুরী। অনুষ্ঠান উপস্থাপনা করেন টুয়াকের পর্যটন ও পার্বত্য বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম তোহা।
প্রীতিভোজ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।