বান্দরবান সংবাদদাতা:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য শান্তির চুক্তির পর পাহাড়ে সড়ক যোগাযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান , শিক্ষা, বিদ্যুৎ, সুপেয় পানিসহ সর্বাত্মক উন্নয়ন অব্যাহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক বলেই আজ পাহাড়ে প্রতিটি সম্প্রদায়ের মানুষের ভাগ্যের আমূল পরির্বতন ঘটছে।

রোববার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নে ৩ কোটি ১০লাখ টাকার ব্যয়ে ৫টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রোয়াংছড়ি টাউন হলে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উদ্বোধন হওয়া প্রকল্পগুলো হচ্ছে- রোয়াংছড়ি বাস টার্মিনাল ভবন, বটতলী পাড়া বৌদ্ধ বিহার, বেক্ষ্যং স্কুল ভবন ঊর্ধ্বমুখী সম্প্রাসারণ, রোয়াংছড়ি উপজেলা টাউন হল ও ঘিলাফুল গণপাঠাগার।

পাহাড়ে চলমান উন্নয়নের বর্ণনা দিয়ে মন্ত্রী আরও বলেছেন, যতদিন ক্ষমতায় আছি পাহাড়ের মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করার চেষ্টা চালিয়ে যাবো। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার শক্তি। তার নেতৃত্বে দেশের উন্নয়ন হচ্ছে, দেশের মানুষের কল্যাণ হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। এই অর্জন বাংলাদেশের সকল মানুষের।

রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহাইমং মারমা সভাপতিত্বে, এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, রোয়াংছড়ি উপজেলা নিবাহী কর্মকর্তা ফোরকান এলাহি অনুপম, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, তিংতিং ম্যা, পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড এর প্রকল্প পরিচালক (পিডি) আবদুল আজিজ, নিবার্হী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরফাত, পাবত্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী, আলেক্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^ নাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চহ্লামং মারমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে পার্বত্যমন্ত্রী মজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী উপহার পাবত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থ্যায়নে পাবত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় রোয়াংছড়ি উপজেলায় ১৪টি গৃহহীনদের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন।