প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার কার্যনির্বাহী সংসদের এক সভা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কক্সবাজার জেলার ২টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তাদের ইতিমধ্যে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। তাদেরকে চুড়ান্ত ভাবে বহিস্কারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বরাবরে সুপারিশ প্রেরণ করা হবে। আগামী ৯ অক্টোবর কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় দলীয় বিদ্রোহী প্রার্থী এবং তাদেরকে সহায়তাকারী দলীয় নেতাদের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে। সভায় নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ পূর্বক ভবিষ্যত নির্বাচন নিয়ে করণীয় বিষয়ে আলোচনা হয়। সভায় আগামী ২৮ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৭৫ তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত কর্মসূচী কক্সবাজার শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হবে।