এম বশির উল্লাহ, মহেশখালী:
মহেশখালী পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে বাজিমাৎ করলেন আওয়ামীলীগের মনোনিত প্রার্থী নৌকার মাঝি আলহাজ্ব মকছুদ মিয়া। তিনি পেয়েছেন ৭ হাজার ৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নারিকেল গাছ প্রতীক সরওয়ার আজম পেয়েছেন ৫ হাজার ৪৫৮ ভোট। ব্যবধান ১৫৪৯ ভোট।
গতকাল সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গননা শেষে সন্ধ্যা সাড়ে৭ টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আমিন আল পারভেজ।
এ পৌরসভায় বেসরকারি ফলাফলে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১ নং ওয়ার্ডে বিজয়ী আবু তাহের, ২ নং ওয়ার্ডে বিজয়ী আজিজ মিয়া, ৩ নং ওয়ার্ডে বিজয়ী কাজী মোতাহের হোসেন, ৪ নং ওয়ার্ডে বিজয়ী জনি মং, ৫ নং ওয়ার্ডে বিজয়ী মনজুর আহমদ, ৬ নং ওয়ার্ডে বিজয়ী প্রণব কুমার দে, ৭ নং ওয়াডে বিজয়ী শামসুল আলম বাদশা, ৯নং ওয়ার্ডে বিজয়ী খায়ের হোসেন।
এর মধ্যে ৮নং ওয়ার্ডে স্থগিত থাকায় কাউন্সিলর পদে ভোটগ্রহণ হয়নি।
এ পৌরসভায় সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রথমবারের মতো ইলেক্ট্রোনিক ভোটিং সিস্টেম (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ৯টি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রেই নারী-পুরুষের সরব উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
নজির বিহিন নিরাপত্তার মধ্যদিয়ে শেষ হলো পৌর নিবার্চন।
এবারে নিবার্চনে ১০ টি কেন্দ্রে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
ভোটাররা জানান, মহেশখালী পৌরসভা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ইতি একটি ইতিহাস ও বটে।