শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:

নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপের ইউপি নির্বাচনে কুতুবদিয়া উপজেলার ৬টি ইউনিয়নে ভোট গ্রহণ সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ২টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ও ৩টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলার আলী আকবার ডেইল ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর সিকদার (আ.লীগ), মোট প্রাপ্ত ভোট
৪২৬৯ ব্যবধান-৪৯ ভোট। কৈয়ারবিল ইউনিয়নে আজমগীর মাতবার (আ.লীগ), মোট প্রাপ্ত ১৮৩৫,ব্যবধান-৭০ ভোট। লেমশীখালী ইউনিয়নে আকতার হোসেন (স্বতন্ত্র),মোট প্রাপ্ত ৪৩৪১ ব্যবধান-২৯৯ ভোট। উত্তর ধূরুং ইউনিয়নের আবদুল হালিম (স্বতন্ত্র),মোট প্রাপ্ত ৬০৫১ ব্যবধান-৩৮২১ ভোট। দক্ষিণ ধূরুং ইউনিয়নের আলাউদ্দিন আল আজাদ (স্বতন্ত্র) মোট প্রাপ্ত ৩৯৬৮ ব্যবধান-৪৮০ ভোট।

উল্লেখ, কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নে পিলট কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র স্থগিত করায় রেজাল্ট দেওয়া হয়নি।
তবে, ৮ কেন্দ্র মিলে আ.ন.ম শহীদ উদ্দীন ছোটন (স্বতন্ত্র), ভোট পেয়েছেন ৫৪৪৯ টি,আবুল কালাম (আ.লীগ) ভোট পেয়েছেন ৪১১০টি।