সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার সিএসও/এনজিওর অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধি এবং অ্যাডভোকেসির মাধ্যমে কমিউনিটি পর্যায়ে মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত এবং সচেতনতা বৃদ্ধিতে উখিয়া ঘাটস্থকে টি আর রেস্টুরেন্টের হলরুমে এক মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন উত্তর বালুখালী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি বাদশা মিয়া।
বালুখালী ১নাম্বার ওয়ার্ড এর সিপিপির টিম লিডার একরাম উদ্দিন পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন উখিয়া প্রেস ক্লাবের সদস্য শ ম গফুর। প্রধান আলোচক ছিলেন জেলা উপকূলীয় পল্লী উন্নয়ন পরিষদ (ZUPUP) প্রধান নির্বাহী নুরুল আমিন সিদ্দিক(সাংবাদিক)। সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পালংখালী ইউনিয়ন শাখার সভাপতি এম এ মনজুর ও পালংখালী ইউনিয়ন ১নং ওয়ার্ড এর সাবেক মেম্বার জনাব গফুর উল্লাহ। প্রধান আলোচক তার বক্তব্য বলেছেন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সমঅধিকার নিশ্চিত করতে স্ব-স্ব পর্যায়ে সচেতনতার কোন বিকল্প নেই,বাংলাদেশ সরকারের সংবিধানে উল্লেখ রয়েছে যে,মানুষের খাদ্য চিকিৎসা , বাসস্থান,শিক্ষা ও বস্ত্র মানুষের মৌলিক অধিকার সেহেতু, সব মানুষকে তার অধিকার আদায়ে নিশ্চিত করতে বদ্ধপরিকর হতে হবে।প্রধান অতিথি ও বিশেষ অতিথি পৃথক বক্তব্যে এ বলেছেন বর্তমান সরকার সব মানুষের মৌলিক অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিগনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে কমিউনিটি পর্যায়ে স্ব-স্ব মানুষদেরকে তাদের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে সচেতন হতে হবে। উক্ত সভায় মানবাধিকার সম্পর্কিত বিষয়ে বক্তব্যে রাখেন আনসার ভিডিপির সদস্য আব্দু সাত্তার,পশ্চিম বালুখালী সমাজ কমিটির সদস্য হাজী ফজলুল করিম ও উত্তর বালুখালী সমাজ কমিটির সদস্য আবদুর রহমান সিকদার প্রমুখ। সভাশেষে উপস্থিত গণ্যমান্য ব্যাক্তিদের সর্বসম্মতিক্রমে পালংখালী ইউনিয়ন মানবাধিকার বাস্তবায়ন এর লক্ষ্যে পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ মঞ্জুরকে আহবায়ক ও পালংখালী ইউনিয়ন সার্বিক গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি নুরুল আমিন সিদ্দিককে সদস্য সচিব করে ১১সদস্য বিশিষ্ট মানবাধিকার বাস্তবায়ন আহবায়ক কমিটি গঠন করা হয়।