পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর সোমবার।

নির্বাচনে ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করলেও আ’লীগের বিদ্রোহী প্রার্থী এম শহিদুল্লাহ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে মূল লড়াই হবে নৌকার প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরীর সাথে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোসলেম উদ্দিনের।

নৌকার প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন টৈটং ইউনিয়ন আ’লীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও স্থানীয় সাধারণ জনগণ নির্বাচনী প্রচারণায় ব্যাপকভাবে অংশ নিয়েছেন।

এদিকে বৃস্পতিবার সকাল থেকে পেকুয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের নেতৃত্বে আ’লীগ ও সহযোগি সংগঠনের শতশত নেতাকর্মী নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। নির্বাচনের আগ পর্যন্ত এই প্রচারণা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শীর্ষ নেতারা। প্রতিটি স্টেশনে নেতাকর্মীরা ভাগ হয়ে সাধারণ জনগণের কাছে নৌকার লিফলেট বিতরণ করার পাশাপাশি জাহেদুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান।

নির্বাচনী প্রচারণা করতে গিয়ে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। নৌকার মাধ্যমেই উন্নয়ন হয় প্রতিটি গ্রাম মহল্লায়। আপনারা নৌকাকে বিজয়ী করুণ টৈটংয়ের চেহেরা পাল্টে যাবে।

আপনারা জানেন, বিএনপির দলীয় প্রার্থীরা মিথ্যাচারে লিপ্ত আর আ’লীগের প্রার্থী কথা দিয়ে কথা রাখে। টৈটং এক সময় অপরাধীদের স্বর্গরাজ্য ছিল। নৌকার প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী জয়লাভ করার পর অপরাধীরা এলাকা ছাড়া হওয়ার পাশাপাশি গ্রামীণ অবকাঠামোর দৃশ্যমান উন্নতি হয়েছে। সরকারি সহায়তা জনগণের মাঝে পৌঁছানো হয়েছে। আপনারা আবারো নৌকাকে বিজয়ী করুণ এলাকার ধারাবাহিক উন্নয়ন আরো বেগমান হবে।

প্রচারণায় আবুল কাশেমের সাথে ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বশির মিস্ত্রী, উজানটিয়া ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম, রাজাখালী ইউপির চেয়ারম্যান ছৈয়দ নুর, পেকুয়া সদর আ’লীগের সভাপতি আজম খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বারেক, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, কৃষকলীগের যুগ্ন-আহ্বায়ক শাহেদুল ইসলাম শাহেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহেতেশামুল হক, যুবলীগ নেতা মোঃ ইকবাল ও হোছাইন মুহাম্মদ বাদশাসহ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আ’লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী।