প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের রামুতে চতুর্থ মেয়াদে হিমছড়ি সহ-ব্যবস্থাপনা সাধারণ কমিটি ও নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় রামু উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সকলের সর্বসম্মতিক্রমে চতুর্থ মেয়াদে এ কমিটির সভাপতির নির্বাচিত হয়েছেন এডভোকেট আয়াছুর রহমান। সহ সভাপতি হয়েছেন খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাবুদ, শাকিলা সুলতানা ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন লুফরন্নেছা।

কমিটির সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগ ও কক্সবাজার রেঞ্জের আয়োজনে এবং ইউএসএইডের ইকো লাইফ কার্যক্রমের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির।

বিশেষ অতিথির বক্তব্য দেন রামু সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা, সহ ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, রামু উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দিকী, সহকারী বন সংরক্ষক শহীদুল ইসলাম হাওলাদার প্রমূখ।
এতে কাউন্সিলের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন নেকম ইকো লাইফ প্রকল্পের উপ-পরিচালক ড. শফিকুর রহমান।

স্বাগত বক্তব্য দেন সহ- ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।

পরে নির্বাচিত সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা৷