আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে আইস ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। এ সময় তার অপর সহযোগী পালিয়ে যায়।

আটক ব্যক্তি হচ্ছেন, টেকনাফ সদরের গোদারবিল এলাকার আব্দুল খলিলের ছেলে মোহাম্মদুল্লাহ (৩১)।

(১৫ সেপ্টেম্বর) বুধবার বিকালে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকা থেকে তাকে আটক করা হয়।

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি’র) বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের গোদারবিল এলাকার খলিলের বাড়িতে অভিযান চালিয়ে লুকানো অবস্থায় ৬৫ গ্রাম আইস ও ৫’শত পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় তার সহযোগী একই ইউনিয়নের গোদারবিল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (২০) পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান,আটককৃত আসামীর জব্দকৃত মাদকসহ ও পালিয়ে যাওয়া ব্যক্তিকে পলাতক আসামী করে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।