সংবাদদাতাঃ
বীর মুক্তিযোদ্ধা কাউয়ারখোপ ইউনিয়নের বাসিন্দা (প্রফেসর) গোলাম কাদেরের রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় মরহুমকে তার বাসায় রাষ্ট্রীয় মার্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে আসরের নামাজর পর কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্ববর্তী সমাবেশে মুসল্লিদের উদ্দেশ্যে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্যে রাখেন- জেলা আওয়ামী লীগের সাবেক
সহসভাপতি সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও রামু উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদ শামশুল আলম মন্ডল, জেলা পরিষদ সদস্য সাবেক চেয়ারম্যান শামসুল আলম, রামু উপজেলা ভাইস চেযারম্যান সালাহউদ্দীন, রামু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক চেয়ারম্যান নুরউল হক, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, সাবেক চেয়ারম্যান মরহুম হানিফ মিয়া মাস্টারের পুত্র ওসমান সরওয়ার মামুন, মরহুমের ছোট এনামুর হক, বড় ছেলে মনজুরুল মোর্শেদ কাদেরী জোসেফ।
নামাজের ইমামতি করেন মাওলানা মোঃ হাসান।
জানাজা শেষে মরহুকে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজায় শিক্ষক, জনপ্রতিনিধি, সাবেক জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্ধ হতে শুরু করে সর্বশ্রেনীর হাজার হাজার মুসল্লির ঢল নামে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা গোলাম কাদের বুধবার ভোর ৬টায় জেলা সদর হাসপাতালে মারা যান।