সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ টেকপাড়া মাঝিরঘাট থেকে কস্তুরাঘাট পযন্ত সড়কের আরসিসি ঢালাই কাজ শুরু হয়েছে। ফুটপাতসহ ড্রেনের কাজ শেষ হওয়ার পর রোববার বেলা ১২টার দিকে ড্রেন ফুটপাত, স্ট্রিট লাইটসহ টেকসই আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

২.০৭ কিলোমিটার দৈর্ঘ্য গুরুত্বপূর্ণ এ সড়ক বাস্তবায়ন হলে প্রধান সড়কের যানযট সমস্যা লাগবের পাশাপাশি মানুষের বিকল্প যাতায়তের জন্য খুবই ভূমিকা রাখবে।

উদ্বোধনকালে মেয়র মুজিবুর রহমান বলেন, পৌর এলাকার সবগুলো সড়ক উপ-সড়কের ফুটপাত এবং ড্রেনের কাজ ৯৫ ভাগ শেষ হয়েছে। মূলত: এ কাজগুলোই সময় সাপেক্ষ হয়ে থাকে। বাকি কাজ শুধু আরসিসি ঢালাই করা, সে জন্য বেশি সময় দরকার হয়না। মেয়র বলেন, করোনা এবং বর্ষার কারণে কাজে কিছুটা সমস্যা হয়েছে-ফলে পৌরবাসীও দুর্ভোগে পড়েছেন। এবার বৈদ্যুতিক পিলারগুলো সরিয়ে দ্রুত সময়ের মধ্যে সবগুলো সড়কের আরসিসি ঢালাই কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন নগর পিতা। আর চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত শেষ করতে স্ব-স্ব এলাকার স্থানীয় নাগরিকদের সহযোগিতা কামনা করেন মেয়র মুজিব।

এসময় পৌর কাউন্সিলর রাজবিহারী দাশ, আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, দিদারুল ইসলাম রুবেল, ইয়াছমিন আকতার, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম, সহকারী প্রকৌশলী সিরাজুল কালাম বাবুল, উপ-সহকারী প্রকৌশলী ইন্জিনিয়ার টিটন দাশ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, স্থানীয় ৪নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি আরমানুল আজিম, সাবেক সভাপতি দেলোয়ার হোসেন জান্নু, স্থানীয় সমাজসেবক আমির হোসেন, ছাত্রলীগ নেতা রুউফ নেওয়াজ ভুট্টো, শাহনিয়াজ, কামরুল হাসান সোহাগ ও টিকাদার প্রতিষ্ঠান মেসার্স ইউনুস এন্ড ব্রাদাস এর প্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত: ১৫ কোটি টাকা ব্যায়ে ইউজিআইআইপি-থ্রি প্রকল্পের অধিনে এই উন্নয়ন কাজটি শুরু হয়। যা আগামী ৫ মাসের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করছে পৌরসভার প্রকৌশল বিভাগ।